বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধীদের সংখ্যা আড়াই লাখে দাঁড়িয়েছে। এর মাঝে বহুসংখ্যক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, স্বাক্ষর রাখছে নিজেদের মেধা ও যোগ্যতার। এর সঙ্গে অনেক মানুষ আছেন যারা নিরক্ষর হওয়ায় ছাপার অক্ষর দেখে বুঝতে পারেন না। তাদের উপযোগী সহায়ক বইয়ের বড় অভাব, সেক্ষেত্রে অভিধানতো দূরের কল্পনা। এর বিপরীতে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যবহার উপযোগী অভিধান ও শিক্ষা উপকরণ তৈরি করা হবে এটুআই প্রকল্পের সার্ভিস ইনোভেশন ফান্ডের ‘দৃষ্টি প্রতিবন্ধীদের অভিধান’ প্রকল্পে।