প্রকল্প সমূহ

দৃষ্টিপ্রতিবন্ধীদের মানচিত্র
সরকারি পরিষেবার অডিও নির্দেশনা

আসক্তিমুক্তি


বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় ১ থেকে ২ শতাংশ কোন না কোন মাদকদ্রব্যে আসক্ত এবং প্রতিদিন এই খাতে অর্থ ব্যয়ের পরিমাণ কমপক্ষে ৭০ কোটি টাকা। মাদকাসক্তদের মধ্যে ৮০ শতাংশের বয়স ১৫ থেকে ৩৫ শতাংশের মধ্যে এবং তাদের ৯৯ শতাংশই হচ্ছে পুরুষ। এর বিপরীতে আসক্তি মুক্তির ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। সেই প্রতিবন্ধকতা দূর করতে এই প্রকল্পে একটি সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। যার মাধ্যমে মাদকাসক্তি সনাক্তকরণ থেকে শুরু করে নিরাময় পর্যন্ত সব কাজের একটি ওয়েবভিত্তিক সফটওয়্যার ও মোবাইল অ্যাপ এবং কল সেন্টার ভিত্তিক সম্পূর্ণ সল্যুশান বের করা হবে।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

সহজলভ্যতার কারণে মাদকাসক্তি আমাদের দেশে একটি ভয়াবহ জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। মোট জনসংখ্যার প্রায় ১ থেকে ২ শতাংশ কোন না কোন মাদকদ্রব্যে আসক্ত এবং প্রতিদিন এই খাতে অর্থ ব্যয়ের পরিমাণ কমপক্ষে ৭০ কোটি টাকা। মাদকাসক্তদের মধ্যে ৮০ শতাংশের বয়স ১৫ থেকে ৩৫ শতাংশের মধ্যে এবং তাদের ৯৯ শতাংশই হচ্ছে পুরুষ। অর্থাৎ মাদকাসক্তি আমাদের যুব সমাজকে ধংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। কিন্তু এই আসক্তি মুক্তির ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা এটা সমস্যা আরও বাড়িয়ে তুলেছে। আসক্ত ব্যক্তিদের আপনজন কিংবা পরিচর্যাকারীগণ এই সমস্যার সনাক্তকরণ সঠিক উপায় সম্বন্ধে ওয়াকিবহাল নন এবং অনেক ক্ষেত্রেই সনাক্ত করতেই অনেক দেরী হয়ে যায়। বেশীর ভাগ ক্ষেত্রে আসক্ত ব্যক্তি বা আপনজনের এই সমস্যা থেকে উত্তরণের পথ অজানা। সহজলভ্য তথ্যের অভাবের পাশাপাশি সামাজিক চক্ষুলজ্জা এক্ষেত্রে কাজ করে। অনেক ক্ষেত্রে, আসক্তি সম্পর্কে সঠিক জ্ঞান ও ধারণার অভাবে বাহ্যিক সাহায্যের কার্যকারিতা কমে যায় এমনকি, উপকারের পরিবর্তে আসক্তির মাত্রা বেড়ে যেতে পারে। বড় শহর ছাড়া চিকিৎসক ও পরামর্শকের সাথে সময় ও প্রয়োজন মত যোগাযোগের সুযোগ কম। অভিভাবকের অসচেতনা ও সঠিক পরামর্শের অভাবও রয়েছে।

আমাদের এই যৌথ উদ্ভাবনটি মূলত একজন মাদকাসক্তের সনাক্তকরণ থেকে শুরু করে নিরাময় পর্যন্ত সার্বিক ৩৬০ ডিগ্রি সেবা প্রদানের লক্ষে একটি ওয়েব বেজড সফটওয়্যার ও মোবাইল অ্যাপ এবং কল সেন্টার ভিত্তিক সম্পূর্ণ সল্যুশান। সংক্ষেপে নিম্নে বর্ণনা করা হল। ঘরে বসেই সনাক্তকরণের প্রক্রিয়া এতে বের করা হবে। অভিবাবকগণ এই সফটওয়্যারের মাধ্যমে আসক্তি নির্ণয় ও পরবর্তী সমাধানের পূর্ণাঙ্গ দিকনির্দেশ বাড়িতে বসেই হাতের কাছে পাওয়া যাবে। "কি ধরনের মাদক নিচ্ছে এবং আসক্তির কোন পর্যায়ে আছে?" মুঠোফোনেই তথ্য সেবা নিশ্চিত করা হবে। যাতে এ বিষয়ে প্রয়োজনীয় সকল তথ্য পরামর্শক, চিকিসক, হাসপাতাল, ক্লিনিক ইত্যাদি একক্লিকেই পাওয়া যাবে তাৎক্ষনিক ভাবে। ABC Chart ব্যবস্থাপনাঃ সফটওয়্যার ও মোবাইল অ্যাপ ভিত্তিক Addition Breaking Cycle Chart সুচারূভাবে ও পরামর্শমত অনুসরণ করতে সার্বক্ষনিক সহায়তা দিবে। পরবর্তীতে ABC chart অনুসরণ করে কতটুকু প্রগ্রেস হচ্ছে তা মনিটরিং-এর সহায়তা দিবে। মোবাইল ব্যবহার করে ২৪ X৭ ডাক্তার ও অন্যান্য পরামর্শকের সাথে ভিডিও অডিও কল করে কাউন্সিলিং ও পরামর্শ রেকর্ডের সুব্যবস্হা। বিশেষর প্রান্তিক নাগরিকদের জন্য। সফল নিরাময়ের অভিজ্ঞতা ও পরামর্শ বিনিময়ে অনুপ্রেরনা ও সাহস প্রদানের লক্ষে অভিবাবক ও পরামর্শকদের মতামত ও অভিজ্ঞতা বিনিময় প্লাটফর্ম। কল সেন্টার সুবিধায় মাত্র একটি কলে সবরকম তথ্য , পরামর্শ ও যোগাযোগের সার্বক্ষণিক সুযোগ থাকবে।