প্রকল্প সমূহ

বিসিএসআইআর রেফারেন্স ল্যাবরেটরি
গবাদিপশুর কৃত্রিম প্রজনন তথ্য সংগ্রহ ও প্রদান

রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা স্বল্প খরচে পরীক্ষার সেবা


প্রচলিত খরচের চেয়ে স্বল্প খরচে রক্তের ক্ষতিকর কোলেস্টরল এর পরিমান নির্ণয়।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

রক্তে চর্বির পরিমান নিরুপনের জন্য লিপিড প্রোফাইল করা হয়। মুলত চার ধরণের কোলেস্টেরল কোনটা কী পরিমানে আছে সেটি বের করা হয় লিপিড প্রোফাইলের মাধ্যমে । এ চারটির মধ্যে শুধু এলডিএল -সি কোলেস্টেরলকে ক্ষতিকর হিসেবে চিহ্নিত করা হয়। এলডিএল সি নির্ণয় করতে বাকি তিনটি কোলেস্টেরল পরীক্ষার চেয়ে বেশী খরচ প্রয়োজন হয়। এ সমস্যা সমাধানে ফ্রিডওয়াল্ড মেথড নামে একটি পরীক্ষা চালু আছে তবে তার সীমাবদ্ধতা হচ্ছে ট্রাইগ্লিসারাইড যখন ৪০০ mg/dl এর বেশী হয় তখন এ পদ্ধতিতে পরীক্ষা করা যায় না।

ফ্রিডওয়াল্ড মেথড এর সীমাবদ্ধতা দূর করার মাধ্যমে সঠিক ভাবে এলডিএল-সি নির্ণয় করা যাবে। একটি নতুন ফর্মুলার মাধ্যমে ফ্রিডওয়াল্ড পদ্ধতির চেয়ে কম খরচে এলডিএল-সি নির্ণয়ের সুযোগ সৃষ্টি হবে।