প্রকল্প সমূহ

পোর্টেবল ইনফ্যান্ট ইনকিউবেটর
ডুয়েল সিষ্টেম রেফ্রিজারেটর

Up-gradation of Fuel from Plastic and Polythene


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

পৃথিবী জুড়েই পলিথিন একটা বড় সমস্যা। পলিথিন যেহেতু পচনশীল নয় তাই পরিবেশ এর জন্য এর মারাত্নক বিরূপ প্রভাব রয়েছে । পলিথিনকে যদি প্রক্রিয়াজাতকরন এবং ফিণ্টারিং এর মাধ্যমে ব্যবহার যোগ্য জ্বালানী বা বস্তুতে রপান্তার করা যায় তাহলে তা পরিবেশের ভারসম্য রক্ষায় যেমন সহয়ক হবে পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা সহ আরো অনেক সমস্যার সমাধান করা সম্ভব হবে।

পলিথিন এবং জ্বালানী তেল এন আনবিক গঠন একই রকম। প্রক্রিয়াজাতকরনের মাধ্যমে আনবিক গঠনকে ভেঙ্গে প্রথমে তরল যৌগ প্রস্তুত করা হয় যা জ্বালানী তেল হিসেবে ব্যবহার করার জন্য বিশেষ ফিল্টারিং প্রয়োজন হয়। গবেষণা মূলক ভাবে আমরা ছোট আকৃতির কিছু ফিল্টার তৈরি করেছি যা দিয়ে মোটরযানে ব্যবহার উপোযাগী পেট্রোল এবং ডিজেল উৎপাদন করা সম্ভব হচ্ছে। আমাদের গবেষণা অব্যহত রয়েছে, প্রয়োজনীয় কারিগরী এবং আর্থিক সহযোগিতা পেলে আমরা নিশ্চিৎ যে আরো গুণগত মান সম্পন্ন এবং অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন ফিল্টার আমরা তৈরি করতে পারবো।