
উদ্ভাবকের খোঁজে কি ?
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রোগ্রাম তার সূচনালগ্ন থেকেই সামাজিক ও নাগরিক নানা সমস্যা সমাধানে বিভিন্ন কার্যকরী উদ্যোগ গ্রহণ করে আসছে। সেই সাথে সারা দেশের সব বয়সের উদ্ভাবকদের উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে উৎসাহ প্রদান ও সহযোগিতা করে আসছে।
এ প্রেক্ষিতে এটুআই এর এইচডি মিডিয়ার আওতায় উদ্ভাবনভিত্তিক রিয়েলিটি শো – উদ্ভাবকের খোঁজে। ২০১৭ এর সাফল্যের ধারাবাহিকতায় এটুআই চলতি বছরও উদ্ভাবকের খোঁজে ২০১৯ আয়োজন করতে যাচ্ছে, যা সকলের জন্য উন্মুক্ত থাকবে।
উদ্ভাবনমুখী একটি পরিবেশ তৈরি করার পাশাপাশি নাগরিক সেবাকে আরো সহজ করার লক্ষ্যে উদ্ভাবনমূলক প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্ভাবকের খোঁজে। এতে নাগরিকদের মাঝে যেমন উদ্ভাবনের সংস্কৃতি বিরাজ করবে তেমনি নাগরিক সেবাও সহজ হবে।
এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো সমাজে গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করা এবং একটি উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে এগুলোর উদ্ভাবনী সমাধান আহ্বান করা। পাশাপাশি সারাদেশে উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তোলা এবং নতুন নতুন উদ্ভাবন তৈরি।
সমস্যা সনাক্ত করা এবং অগ্রাধিকারের ভিত্তিতে উদ্ভাবনী সমাধান আহ্বানের জন্য অনলাইনে দেশের চিহ্নিত সমস্যাসমূহের উদ্ভাবনী সমাধান প্রদানের সুযোগ থাকছে। কার্যকর ও বাস্তবায়নযোগ্য শ্রেষ্ঠ উদ্ভাবনসমূহ প্রতিযোগিতায় এগিয়ে যাবে চূড়ান্ত মনোনয়নের দিকে।
প্রতিযোগিতায় শীর্ষ সেরা উদ্ভাবনী সমাধানের জন্য পুরস্কার প্রদান করা হবে এবং বাস্তবায়নোপযোগী সমাধানগুলোকে সফলভাবে বাস্তবায়নের জন্য আর্থিক অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করা হবে।

সমস্যার ক্ষেত্র চিহ্নিতকরণ আলোচনা
ক্ষেত্র ১: জীবন রক্ষাকারী
ক্ষেত্র ২: যাতায়াত ও পরিবহন
ক্ষেত্র ৩: দুর্যোগ ব্যবস্থাপনা
ক্ষেত্র ৪: শিক্ষা, কর্মসংস্থান, প্রশিক্ষণ
ক্ষেত্র ৫: স্বাস্থ্যব্যবস্থা
ক্ষেত্র ৬: সরকার কর্তৃক নাগরিক সেবা
ক্ষেত্র ৭:আইসিটি
ক্ষেত্র ৮:পরিবেশ
ক্ষেত্র ১০: উন্নয়ন ও অবকাঠামো
ক্ষেত্র ১১: অন্যান্য

প্রক্রিয়া
আবেদন
বাছাই
রাউন্ড
বুট ক্যাম্প
রাউন্ড
রাউন্ড
রাউন্ড
রাউন্ড
সচরাচর জিজ্ঞাসা
কোন বয়সের বিধি নিষেধ আছে কি?
না। যে কোন বয়সের উদ্ভাবকই আবেদন করতে পারবে।
কি ধরনের সমাধান দেয়া যাবে?
প্রযুক্তিভিত্তিক এবং বাস্তবায়নযোগ্য যে কোনো উদ্ভাবনী সমাধান দাখিল করা যাবে।
বিভাগীয় পর্বের অডিশন কবে কোথায় শুরু হবে এবং কিভাবে জানা যাবে?
বিভাগীয় অডিশন শুরু ১ সপ্তাহ পূর্বে ইমেইল এবং ফোনে জানানো হবে।
চূড়ান্ত ফলাফল কবে প্রকাশ করা হবে?
কারিগরি বিশেষজ্ঞ প্যানেল কর্তৃক মূল্যায়ন সমাপ্ত হওয়ার সাথে সাথেই বাছাইকৃত প্রকল্পের আবেদনকারীদের সাথে এটুআই থেকে যোগাযোগ করা হবে।
এটুআই থেকে কোন ইমেইল না পেলে কী করবো?
স্বাভাবিকভাবে বিজয়ের স্বীকৃতিস্বরূপ কোন ইমেইল না পাওয়া গেলে ধরে নিতে হবে আপনার প্রকল্পটি বাছাইকৃত হয়নি।
কোন প্রকার কারিগরি সমস্যার ক্ষেত্রে কোথায় যোগাযোগ করবো?
udbhabokerkhoje@ilab.gov.bd
প্রয়োজনে আমাদের লিখুন
আপনার যে কোন প্রয়োজন, অনুসন্ধান, মতামত কিংবা পরামর্শ আমাদের জানান, আমার ২৪ ঘণ্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করব ।