বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় ব্যবহারিক জ্যোর্তিবিজ্ঞান সম্পূর্ণরূপে অনুপস্থিত। প্রচুর শিক্ষার্থী আগ্রহী হওয়া সত্ত্বেও জ্যোর্তিবিজ্ঞানের উপর আলাদা কোনো বিভাগ বিশ্ববিদ্যালয় পর্যায়ে নেই। পদার্থ বিজ্ঞান ও গণিতের একটি সেমিস্টারে জ্যোর্তিবিজ্ঞান নিয়ে কিছু পড়ানো হয়; কিন্তু দেশে কোনো জ্যোর্তিবিজ্ঞান মানমিন্দর না থাকার কারণে কোনো ব্যবহারিক পর্যবেক্ষনই সম্ভব হয় না। এ প্রকল্পের আওতায় ‘দূর নিয়ন্ত্রিত অনলাইন অ্যাস্ট্রোনমিক্যাল মানমন্দির’ তৈরির মাধ্যমৈ সরাসির ও রিমোর্টলি আকাশ পর্যবেক্ষনের তথ্য সরবরাহ করবে। শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে অনলাইন কম্পিউটার এমনকি স্মার্ট ফোনের মাধ্যমে সরাসরি মহাকাশ পর্যবেক্ষণ ও ছবি ধারণ, সংরক্ষণ করতে পারবে।