আমাদের বিদ্যালয় ও কলেজগুলোতে সাধারণ বিজ্ঞান ও জীববিজ্ঞানের ব্যবহারিক ক্লাসে সাধারণত একটি মাইক্রোস্কোপ ব্যবহার হয়। মাইক্রোস্কোপে পর্যবেক্ষিত বস্তুর ছবি বা ভিডিও চিত্র ধারণ করার কোন ব্যবস্থা না থাকায় পর্যবেক্ষিত জ্ঞান অনেকাংশেই হারিয়ে যায়। ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে তারা পর্যবেক্ষণের সে সুযোগও পায় না। এ টু আই-এর সার্ভিস ইনোভেশন ফান্ডের এই প্রকল্পের আওতায় ‘ক্লাসরুম মাল্টিমিডিয়া মাইক্রোফটোগ্রাফি’ টুলসের মাধ্যমে একই সঙ্গে ক্লাসের সকল শিক্ষার্থী টিভি মনিটর বা এলসিডি প্রজেক্টরের পর্দায় মাইক্রোস্কোপে পর্যবেক্ষিত উদ্ভিদ বা প্রাণী কোষ, রক্ত কণিকা, এমিবা, ব্যাকটেরিয়া দেখে পর্যবেক্ষণ করতে পারবে।